রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুরের ভাষানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো ১৬ ইউনিট যোগ দেয়। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বস্তিতে বসবাসরতদের ঘর-বাড়ি ও জিনিসপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ।