শাহ আলমগীরের দাফন বিকেলে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীরকে আজ বৃহস্পতিবার সমাহিত করা হবে। বিকেল ৫টায় উত্তরা ১২ নম্বর সেক্টরে তার দাফন সম্পন্ন হবে। এর আগে চারবার শাহ আলমগীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম নামাজে জানাজ দুপুর ১টা ৩০ মিনিটে গোড়ান, দ্বিতীয় জানাজা দুপুর আড়াইটায় পিআইবিতে, বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব ও বিকেল ৪টায় উত্তরায় তার নামাজে জানাজা হবে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীরের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি লিউকোমিয়া, থ্যালাসামিয়া, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও ডায়াবেটিসসহ আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, শাহ আলমগীরের রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। ডায়াবেটিসসহ তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। সরকার ২০১৮ সালের জুলাই মাসে তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ায়। এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, ‘চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫’, ‘রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড ২০০৪’ এবং ‘কুমিল্লা যুব সমিতি অ্যাওয়ার্ড ২০০৪’ পেয়েছেন তিনি। শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।