চাকবাজারে আগুন : মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১

রাজধানীর চকবাজারে চরিহাট্টায় আগুনের ঘটনায় দগ্ধ জাকির হোসেন (৩৫) নামের আরেকজন ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। আজ শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জাকিরের শরীরের ৩৫ শতাংশ পুড়েছিল বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন। এখনো বার্ন ইউনিটের আইসিইউতে সেলিম (৪৪) ও মাহমুদুল (৫২) নামের দুজন চিকিৎসাধীন আছেন। সেলিমের দেহের ১৪ শতাংশ এবং মাহমুদুলের দেহের ১৩ শতাংশ পুড়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬৭টি লাশ উদ্ধারের পাশাপাশি নয়জনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়া পান এবং চারজন চিকিৎসাধীন অববস্থায় মারা যায়।