গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। শুক্রবার রাতে টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রিন্স গাজীপুরের টঙ্গী পুর্ব থানার বনমালার জহুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সিরাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু গণমাধ্যমকে জানান, নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। মাজ পড়ে ফেরার পথে ১০/১২ জন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...