শিরোনাম দেখে হয়তো অনেকেই আঁতকে উঠেছেন। তবে কি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন! আসলে বিষয়টি সেরকম কিছুই না। বাবা প্রয়াত সংগীতশিল্পী খান আতাউর রহমান ও মা নীলুফার ইয়াসমীনকে নিয়ে একটি গান গেয়েছেন আগুন। গানের শিরোনাম হলো ‘না ফেরার দেশে’। গানটি এরই মধ্যে ভিডিও আকারে নির্মাণ করা হয়েছে। গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আগুন বলেন, ‘সংগীত জীবনে বহু ভাবনা নিয়ে গান করেছি। এবার এমনই এক ভাবনা থেকে গান গাইলাম, যার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। নতুন এই গানটি শুধু আমার বাবা-মাকে স্মরণ করেই নয়, পৃথিবীর সব বাবা-মাকে সম্মান জানিয়ে গানটি গাওয়া।’ ‘না ফেরার দেশে’ গানের কথা লিখেছেন জুলফিকার জাহেদি। সুর-সংগীত করেছেন খায়েম আহমেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। আর গানের ভিডিওতে আগুনের সঙ্গে মডেল হয়েছেন তার ছেলে মিছিল।আগুন জানান, প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল গানটি প্রকাশ হবে তাদের ইউটিউব চ্যানেলে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...