নড়াইলের কালিয়ায় সড়কের পাশের সরকারি গাছ কেটে এলাকার সামাজিক বনায়ন ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ মার্চ) উপজেলার খুলনা-চাপাইল সড়কের পাখিমারা নামকস্থানে জনৈক আজিজুল খান প্রায় লক্ষাধিক টাকার ১২টি সরকারি গাছ কেটে নিয়েছেন। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় কাটা গাছ গুলোর কিছু অংশ জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সরকারি বনায়নের অংশ হিসেবে চাপাইল-খুলনা সড়কে সরকারি উদ্যোগে সামাজিক বনায়নের গাছ রোপণ করা হয়েছিল। শুক্রবার (১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাখিমারা গ্রামের মৃত হালিম খানের ছেলে আজিজুল খানের নেতৃত্বে তার সহযোগীরা ১২টি মেহগনি গাছ কেটে ফেলে। গাছ গুলো সরিয়ে নেওয়ার সময় স্থানীয় প্রশাসনকে জানায়।সন্ধ্যায় নড়াগাতি থানা পুলিশ কাটা গাছ গুলোর কিছু অংশ জব্দ করে। পুলিশ জানায়, সরকারি গাছ কেটে নেওয়ায় ওই দিন রাতে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় পাখিমারা গ্রামের আজিজুল খানের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবির জানান, অভিযুক্তদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...