ভারতীয় সেনাদের খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র, গোয়েন্দাদের সতর্কতা

Indian Army soldiers load relief goods including ready-to-eat food packets, tents, blankets and medicines into an Indian Air Force IL-76 aircraft for Bangladeshi cyclone-affected people, at New Delhi Airport, 22 November 2007. The fear of disease and starvation was growing in Bangladesh as relief workers battled the clock to get vital aid to cyclone victims who have been without adequate food and water for a week. Aid agencies are struggling to provide desperately-needed supplies because the difficulty in reaching remote areas continues to hamper relief operations. AFP PHOTO/RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP/Getty Images)

এবার ভারতীয় সেনাদের রেশনে বিষ মেশানোর ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আজ শনিবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে এবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দারা খাবারে বিষ মেশানো হতে পারে এমন সতর্কতা জারি করেছেন তাদের সেনাবাহিনীর জন্য। এরইমধ্যে সেনাবাহিনীর রেশনের গুদামগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে, কাশ্মীরে সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে থেমে থেমে গোলাগুলির কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর খাবার রসদে বিষ মেশানোর মতো চক্রান্ত হতে পারে বলেই আশঙ্কা গোয়েন্দাদের। একই সঙ্গে ভারত জানিয়েছে, সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা হবে না। সংবাদমাধ্যমের দাবি, গত বুধবার পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মুহাম্মদ জঙ্গি সংগঠনের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে তাদের সেনারা। গতকাল শুক্রবার রাতেও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি হামলা চালায় পাকিস্তানের সেনারা। এতে ৯ মাসের শিশুসহ নিহত হন তিনজন। একইদিন পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে মুক্তি দেওয়া হয় পাকিস্তানে আটক ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখে শান্তির কথা বললেও একটানা সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানির সেনারা। গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে বন্দী করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত।’ এরপর পাকিস্তান শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।