রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা ও যাত্রাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন বসুমতি পরিবহনের লাইনম্যান বিল্লাল (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। ওসি সেলিমউজ্জামান বলেন, সকালে বিল্লাল গাবতলী বাস টার্মিনালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ির নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...