সপ্তাহের শেষে আরেক দফায় আসতে পারে ঝড়

গত সপ্তাহের পর আরেক দফা ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। শনিবার (২ মার্চ) এমনই আবহাওয়া পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়াও শনিবার সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বলে আবহাওয়া অধিদফতর জানায়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে’। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবণার বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ‘পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী সোমবার (৪ মার্চ) থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবণা থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভবনা কম হলেও মঙ্গলবার (৫ তারিখ) থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবণা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বা ঝড়ো হওয়াও থাকতে পারে। একে কালবৈশাখীও বলা যেতে পারে। মূলত দেশের উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়টা আসে। ঝড়ের পর আবহাওয়া আবার দ্রুত ভালো হয়ে যাবে’। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে যা এখনও অব্যাহত রয়েছে। শনিবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।