নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অজ্ঞাত (২৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, উপজেলার কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে একটি অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আরও জানান, লাশের পরনে গেঞ্জি ও ফুলপ্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা গলাকেটে হত্যা করে লাশ নদীর তীরে ফেলে রেখে যায়। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...