৫৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় আজ শনিবার চালু করা হয়েছে পাকিস্তানের চার বিমানবন্দর। প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা নিয়ে গত বুধবার বন্ধ করে দেওয়া হয় এ চার বিমানবন্দর। তবে লাহোর এবং মুলতান বিমানবন্দর আগামী ৪ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোর থেকে ভ্রমণের উদ্দেশে যেসব বিমান ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ইসলামাবাদ এবং পেশোয়ার বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। পেশোয়ারের বাছা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাধারণ ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়েছে। দুবাই, দোহা, রিয়াদ এবং করাচি থেকে আসা ও যাওয়া বিমানগুলো সঠিক সময়ে অবতরণ করেছে বলেও জানায় তারা। এর একদিন আগে হাজার হাজার যাত্রী আটকে পড়ায় কিছু আন্তর্জাতিক ও নিজেদের বিমান পুনরায় চালু করে পাকিস্তানের বিমান পরিচালনা কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা নিয়ে পরে বিমান ভ্রমণ বন্ধ করে দেয় ইসলামাবাদ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...