আমরা আশাবাদী, তবে বিপরীতও হতে পারে : চিকিৎসক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান। কাদেরের সর্বশে অবস্থা জানাতে আজ রোববার সন্ধ্যায় হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আলী আহসান।  এই চিকিৎসক বলেন, ‘বিস্তারিতভাবে বলতে গেলে আসলে ইনজুরি থেকে উঠে আসতে কিছুটা সময় লাগে। সেই সময়ে যদি উনার হার্টের মাংসগুলো ভালো অক্সিজেন-নিউট্রিশন পায়, তাহলে আশাবাদী হতে পারি। তবে এর বিপরীতও হতে পারে।’ ওবায়দুল কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেন, ‘হার্টবিট উনার মাঝখানে ঠিকই ছিল, মাঝখানে একবার প্রেসার আপ-ডাউন করছে। হার্টিবিটও একবার ৩৫-এ চলে আসছিল। সেটা বেশিক্ষণ না, ১০-১৫ মিনিট।  এখন হার্টবিট ৯০-১০০-১১০, এর মধ্যেই ওঠা-নামা করছে।’ এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।