
টিম সাউদিকে টানা দুই বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে জুটি গড়ে অভিষেক সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। সৌম্য আউট হয়ে গেলেও মাহমুদুল্লাহ ক্রিজে থেকে আশা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। হ্যামিলটনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৮৩ বলে সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক। ১৬টি দৃষ্টিনন্দন চার ও একটি বিশাল ছয়ের মারে মাহমুদুল্লাহ শতক পূর্ণ করেন। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত সাফল্য আসছে। তিনটি ওয়ানডে ও এক টেস্টে বাংলাদেশ সেঞ্চুরি পেয়েছে চারটি। তৃতীয় ওয়ানডেতে সাব্বির, প্রথম টেস্টের প্রথম ইনিংসে তামিমের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার-মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্য সরকার ১৪৯ রানে আউট হওয়ার আগ পর্যন্ত এ দুইজনের পঞ্চম উইকেটের জুটি থেকে আসে ২৩৫ রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে যেকোনো উইকেটের জুটিতে এটি ষষ্ঠ সর্বোচ্চ। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় দুই দিন দুঃস্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। প্রথম দিনে তামিম ইকবালের সেঞ্চুরি ছাড়া আর কোনো স্বস্তির গল্প নেই। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেকর্ড রান করে তবে ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। টাইগার বোলিং লাইনআপকে নির্বিষ বানিয়ে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে মাথার উপর ৪৮১ রানের বিশাল চাপ নিয়ে মাহমুদুল্লাহরা খেলতে নামেন। সাদমান-তামিম মিলে ভালো শুরুও করেছিল। ৩৭ রানে সাদমান আউট হয়ে গেলে ভাঙে ৮৮ রানের ওপেনিং জুটি। তামিম আরও কিছুক্ষণ থেকে ৭৪ রান করে সাজঘরে ফিরে যান। তবে সাদমানের পর মমিনুল-মিথুন দ্রুত আউট হয়ে যাওয়াতে দেখা দেয় ব্যাটিং ভরাডুবির আশংকা। চার টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে গেলে ক্রিজে আসেন সৌম্য-মাহমুদুল্লাহ। উইকেটে টিকে থেকে দুজনে ১৭৪ রানের মাথায় তৃতীয় দিন শেষ করেন। ৩০৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে হাত খুলে খেলতে থাকেন সৌম্য সরকার। আর এতেই পেয়ে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। তাও আবার মাত্র ৯৪ বলে। বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের সঙ্গে তার নাম লেখা থাকবে। তামিমও ৯৪ বলে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ইনিংস ও রানের ব্যবধানে হার কমাতে হলে টাইগারদের এখনো প্রয়োজন ১০১রান। হাতে আছে মাত্র তিন উইকেট। ১০৬ রানে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ। তাকে সঙ্গ দিচ্ছেন আবু জায়েদ রাহী