ওবায়দুল কাদেরের হার্টে ধরা পড়েছে ৩টি ব্লক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম শেষে আজ রোববার সকালে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হয়নি। রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। হাসপাতালের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক; আপাতত তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের দরকার নেই। এর আগে সকালের দিকে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ‘উনাকে আইসিইউতে রাখা হয়েছে। তার এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখন ব্লক সারানোর জন্য বোর্ড বসেছে। ’এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছে আওয়ামী লীগ।