রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৩২ পিস সাদা ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার দুপুরে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া মেডিসিন কর্নারের সামনে কিছু মাদকব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার রাত ৮টার সময় ঢাকা ওই মেডিসিন কর্নারের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সেলিম (৩৫),অংক্যলা মারমা (২০)।র্যাব জানায়, তাদের কাছে থেকে ৩২ পিস সাদা ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...