ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লালু মিয়া মাদক ব্যবসায়ী বলে দাবি ডিবি পুলিশের। তিনি শহরের কৃষ্টপুর বাগানবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। লালুর বিরুদ্ধে থানায় মাদকের ৭টিসহ ৮টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছেন- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যান। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করতে শুরু করেন। পরে পুলিশ পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যান। পরে ওই স্থানে তল্লাশি করে ডিবি পুলিশ লালু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।