দীর্ঘ ৫০০ বছর ধরে শিব মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছে মুসলিম পরিবারের সদস্যরা। সেখানে এক সঙ্গে অনেক ধর্মের লোক উপাসনাও করছেন। ভারতের আসাম রাজ্যের রংমহল গ্রামে গড়ে ওঠা একটি শিব মন্দিরে এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, রংমহল গ্রামে হিন্দু-মুসলিম উভয়েই একসঙ্গে উপাসনা করেন তাদের সৃষ্টিকর্তার। এই কাজ করতে গিয়ে কখনো তাদের কোনো সমস্যা হয়নি। এখন ওই মন্দিরের দায়িত্বে রয়েছেন বৃদ্ধ মাতিবর রহমান। তার ভাষ্যমতে, ‘আমার দাদুকে দেখেছি এই মন্দিরের যত্ন করতে, তার সেই নিষ্ঠা আমিও বয়ে নিয়ে চলেছি।’ মাতিবর রহমান বলেন, ‘৫০০ বছর ধরে আমাদের পরিবার এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছে। এখানে হিন্দু ও মুসলিম সব ধর্মের মানুষরাই আসেন। সবাই উপাসনা করেন।’ তবে সবার উপাসনার ধরণ আলাদা। হিন্দুরা যখন উপাসনা করেন তখন মুসলমানরা দোয়া করেন।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...