খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ৬ মার্চ মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৬ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেন তিনি। রিজভী অভিযোগ করেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের জন্য যিনি আজীবন লড়ে যাচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ফেলে রেখে চরম মানসিক ও শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে।’এর আগে গতকাল রোববার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছে না। মাত্র একবার এসে চিকিৎসকরা দেখে গেছেন।’ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতিতে দেশবাসীর মতো আমরাও খুবই উদ্বিগ্ন। এক পয়সাও তসরুপ না হলেও দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় ধরে নেত্রীকে কারাগারে বন্দী রাখা হয়েছে।’ বিএনপি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্রতি এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটানোর আহ্বান জানান। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা দেওয়ারও কথা জানান তিনি।