রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা দিনের বেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতো। আর রাতের বেলা অতিরিক্ত উপার্জনের আশায় ডাকাতি করতো বলে জানিয়েছে র্যাব।আজ সোমবার দুপুরে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম। তিনি বলেন, গতকাল রোববার রাতে দিয়াবাড়ির এক নম্বর রোডে অভিযান চালিয়ে ওই ডাকাতদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন, আসলাম আলম স্বাধীন, আশরাফুল ইসলাম, শামীম ইসলাম, নাজমুল হাসান, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, শিমুল ইসলাম, মামুন এবং তাইমুল ইসলাম। সারোয়ার বিন কাশেম বলেন, ‘ডাকাত দলের এই সদস্যরা দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছে। এই দলের মূল হোতা স্বাধীন ২০১৮ সালের জুন মাসে ইয়াবাসহ গ্রেপ্তার হয়। পরে ৪৭ দিন জেলে থেকে এসে আবার ইয়াবা ব্যবসা শুরু করেন। ইয়াবা ব্যবসার পাশাপাশি সে এই ডাকাত দলের নেতৃত্ব দেয়।’ তিনি আরও বলেন, ‘ডাকাত দলের সদস্যরা সবাই অল্প শিক্ষিত। তারা দিনের বেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। অার অতিরিক্ত উপার্জনের আশায় রাতে ডাকাতি করতো’। ডাকাতির প্রক্রিয়া সর্ম্পকে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘মূলত গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মেরে গ্লাস ঝাপসা করে দিতো তারা। এর পরে চালক গ্লাস পরিষ্কার করার জন্য গাড়ি থেকে নামলে, তারা চারদিক থেকে ঘিরে ধরতো। এক পর্যায়ে চালকসহ অন্যদের আঘাত করে যা আছে তা নিয়ে পালিয়ে যেত।’ গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ১৭টি সিম কার্ড, ১০টি মোবাইল ও নগদ ২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান সারোয়ার বিন কাশেম।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...