বগুড়ায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল সোয়া ৬টা থেকে বগুড়ার সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলীতে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেক্স ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, রবিবার রাতে বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনের কাছে শেষের দিকে একটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে বগিটি রেখে ট্রেনটি সান্তাহার চলে যায়। রাতে বগি উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়।তিনি আরও জানান, সোমবার সকাল সোয়া ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বগুড়ার সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।