রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব-১। গতকাল রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর দিয়াবাড়ি থেকে ডাকাতদের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ এক ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানায় র‌্যাব।