জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের যারা সংসদে আসতে চাচ্ছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় তিনি ঐক্যফ্রন্টের বিজয়ী দুই প্রার্থীকে জাতীয় সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম। তিনি বলেন, ‘সরকার পরিচালনা করতে গেলে ভুল-ভ্রান্তি হতেই পারে। বিরোধী দল থাকলে সরকার আতঙ্কগ্রস্ত থাকে এবং তা সংশোধনের চেষ্টা করে।’নাসিম বলেন, ‘আমরা বিরোধী দল বিহীন রাজনীতি হোক এটা চাইনি। আমরা চাই বিরোধী দল হোক, পার্লামেন্টে থাকুক, মাঠে কাজ করুক।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...