ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন : ফখরুল

ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ইতিবাচক। ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন ছিল।’ এ সময় গ্যাসের দাম বাড়ানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সব রকম আর্থিক যে ব্যয়, সেটা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। সেই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা খুব স্পষ্ট কথা বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে।’ সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে ধ্বংসের চক্রান্ত সফল হবে না। একদলীয় শাসনের ব্যবস্থা নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার দুর্নীতি ঢাকতে একের পর এক ষড়যন্ত্র করছে।’