গাজীপুরের কালিয়াকৈরে র্যাবের অভিযানে ভুট্টাবোঝাই ট্রাক থেকে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। র্যাব-৩ এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবোঝাই ট্রাকে করে প্রতিনিয়ত অভিনব কায়দায় মাদক পরিবহন করে আসছে। এরই ভিত্তিতে র্যাব-৩ গতকাল রাত সাড়ে ১২ টায় গাজীপুরের কালিয়াকৈর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। চেকপোস্টে তল্লাশী চলাকালে দেড়টায় দিনাজপুর থেকে ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৬৬২) তল্লাশী করে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিসহ এতে থাকা ১৫ হাজার কেজি ভুট্টা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জাকারিয়া হোসেন (২৪), মো. আরিফুল ইসলাম (২৪) ও মো. আলমগীর হোসেন বাবু (৪০)। আসামিদেরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অন্যান্যদের সহযোগিতায় কোডিনযুক্ত আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবোঝাই ট্রাকে বহন করে ঢাকায় আনেন। এরপর সেগুলো ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রয় করা হয়।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...