মনসুর-মোকাব্বিরের শপথ ৭ মার্চ

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন। আগামী ৭ মার্চ বেলা ১১টায় সংসদ ভবনে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এর আগে গত শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের বিজয়ী এই দুই সদস্য শপথ নেবেন মর্মে স্পিকারকে চিঠি দেন। এদিনই স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ জানান, গণফোরামের ওই দুজনকে শপথ পড়ানোর জন্য সময় দিয়েছেন স্পিকার স্যার। গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি হলেও বিএনপিসহ তাদের জোট থেকে মোট ৮ জন নির্বাচিত হন। তাদের মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান জললাভ করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে এতদিন শপথগ্রহণ নেননি সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেওয়ার ঘোষণা দেন।