রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৯০ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান। তিনি জানান, গতকাল ৪ মার্চ সকাল ছয়টা থেকে আজ ৫ মার্চ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নিয়েছিল। মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৭ গ্রাম ৮৪৪ পুরিয়া হেরোইন, ৮৭৭ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু হয়েছে বলেও জানান ডিএমপির উপ কমিশনার।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...