উ.কোরিয়ায় রকেট লঞ্চ সাইট পুনঃনির্মাণ ধরা পড়লো স্যাটেলাইটে

উত্তর কোরিয়ার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভেঙে দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পুনঃনির্মাণের কাজ করছে দেশটি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সোহায়ে সাইটে স্যাটেলাইট থেকে তোলা রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এ দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পর্যবেক্ষণ সংস্থা থার্টি এইট নর্থ এর বরাত দিয়ে বিবিসি আজ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিয়েতনামে দ্বিতীয় ঐতিহাসিক বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় পিয়ংইয়ংয়ে নতুন পরীক্ষা কেন্দ্র আবারো প্রস্তুত করছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। উপগ্রহের চিত্র দুটি হ্যানয়ে ট্রাম্প-কিমের বৈঠকের দুদিন পরই তোলা হয়েছে বলে আরও জানানো হয়। গত বছর সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে প্রথম পারমাণু নিরস্ত্রীকরণের চুক্তি স্বাক্ষরের পরই ওই সাইট ভেঙ্গে ফেলার কাজ শুরু করে উত্তর কোরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র এই ইস্যুতে কোনো আলোচনা না করেই দ্বিতীয় বৈঠক স্থগিত করলে উৎক্ষেপণ তৎপরতা আবার শুরু করে পিয়ংইয়ং। ওয়াশিংটন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানায়, ২০১২ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই পিয়ংইয়ং বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করে।  কিন্তু কখনও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি তারা। তবে সম্প্রতি সাইটটিতে তাদের এই কর্মতৎপরতায় ঊর্ধ্বগামী ইঞ্জিন পরীক্ষা চালানোর বিষয়টি স্পষ্ট। এদিকে পারমাণবিক কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়া ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।  গতকাল মঙ্গলবার তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক সম্পর্কিত সকল কার্যক্রম যদি তারা স্থগিত সেটা না করে, তাহলে তারা তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাচ্ছে না বলেই সুস্পষ্ট ধারণা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্ষেত্র আমরা নিষেধাজ্ঞা আরোপের কথাই ভাববো।’ গত বছর সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়।