এক ধাক্কায় পাকিস্তানের ভিসার মেয়াদ ৩ মাসে নামিয়ে আনল যুক্তরাষ্ট্র

ভারতের বিরুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করায় পাকিস্তানের উপর এবার কঠোর পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন। একধাক্কায় আমেরিকায় পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন মাসে নিয়ে আসলো দেশটি। আজ বুধবার পাকিস্তানে থাকা মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভিসার মেয়াদ কমানো নয়, পাকিস্তানিদের জন্য ভিসা আবেদন করার ফি অনেকটাই বাড়ানো হয়েছে।  আগে পাকিস্তানের নাগরিকদের ভিসার জন্য আবেদন ফি দিতে হতো ১৬০ ডলার। সেটা এখন বেড়ে হয়েছে ১৯২ ডলার।  পাল্টা পাকিস্তানও মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে আবেদন ফি বাড়িয়ে দিয়েছে। একই সময়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা নিয়ে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলায় ৪৪ জন জওয়ান নিহত হন। এরপর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা কয়েকগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এর জের ধরে জঙ্গি সংগঠনটির প্রধান মাসুদ আজহারের পাকিস্তানে থাকা নিয়ে ইমরানের প্রশাসনের উপর চটেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক শীতল হতে শুরু করে। সেই শীতলতা আরও বাড়ে ডোনাল্ড ট্রাম্পের সময়ে।  তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক একদম তলানিতে। পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য উল্লেখ করে মার্কিন অনুদান বন্ধ করে দেন ট্রাম্প। এদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের থেকে ভারতের নালিশকে আমেরিকা গুরুত্ব দেয় বেশি। যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর। দুই দেশকে সংযত থাকতে বলেও বিমান হামলার বিরুদ্ধে একটিও কথা বলতে শোনা যায়নি আমেরিকাকে, উল্টো মিলেছে সমর্থন।