পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হামলা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জের ধরে তাকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মমতা পাকিস্তানি নেতাদের মতো কথা বলছেন উল্লেখ করে তার কট্টর সমালোচনা করেন এই নেতা। গতকাল মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে দিলীপ ঘোষ বলেন, ‘ভারতের ক্ষতি করার জন্য ইমরান খানের প্রয়োজন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট।’ এ সময় তিনি তৃণমূল-কংগ্রেসকে আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করেন। তিনি আরও বলেন, ‘পুরো দেশ যখন চাইছিল পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার প্রতিশোধ নিক আমাদের দেশের সেনাবাহিনী, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিমান হামলা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন করছেন, কেন পাকিস্তানের ওপর আক্রমণ করা হলো। ইমরান খানের মতো করেই তো কথা বলছেন তিনি।’ বিজেপির এই নেতা প্রশ্ন রাখেন, ‘আমার মনে হয়, ভারতের ক্ষতি করার জন্য আলাদা করে ইমরান খানের মতো কারও প্রয়োজন নেই। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেসের মতো একটি দল যখন এখান থেকে চলছে, তখন আর আলাদা করে সিমি, জামাত-উল-মুজাহিদিন বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলোর দরকার কী?’