সব কিছুতে একটু বাড়িয়ে বলেন অভিনেত্রী প্রভা। ঘটনা একটু হলে, সঙ্গে নিজের মতো করে আরও একটু যুক্ত করেন তিনি। চাপাবাজি করে বেড়ান সবখানে। ব্যক্তি প্রভার কথা বলছি না, এমনটা দেখা যাবে ‘গোল্ডেন ভাই’ নাটকে। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। নির্মাতা বলেন, ‘নাটকের গল্পটি অনেক সুন্দর। এতে অভিনেত্রী প্রভাকে দেখা যাবে একজন চাপাবাজের চরিত্রে। সে একটু বাড়িয়ে কথা বলে। এমনকি তার মধ্যে একটু অহংকারও লক্ষ্য করা যাবে।’ নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেন, ‘নাটকে অতি আধুনিক একটি মেয়ে হিসেবে আমাকে দেখা যাবে। যার সব কিছুতেই আগ বাড়িয়ে বলার স্বভাব আছে। এমনকি আন্ডার ওয়ার্ল্ডের প্রতিও রয়েছে তার দারুণ আগ্রহ। গল্পে দেখা যাবে, আন্ডার ওয়ার্ল্ডের গোল্ডেন ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি সবখানে গোল্ডেন ভাইয়ের লোক বলে বেড়াই।’ ‘গোল্ডেন ভাই’ ধারাবাহিক নাটকে আরও অভিনয় করেছেন আফরান নিশো, তারিক আনাম খান, অপর্ণা ঘোষ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকারসহ অনেকে। আজ থেকে চ্যানেল আইয়ে ‘গোল্ডেন ভাই’ প্রচার হবে বলে জানান এর নির্মাতা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...