ফিরতে ব্যাকুল সাকিব

অনামিকায় ব্যান্ডেজ নিয়েই মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। খেলায় ফিরতে ব্যাকুল বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএলের ফাইনালে বাঁ হাতের অনামিকায় পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সাকিব। টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। ইতোমধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের কাছে সাকিবহীন বাংলাদেশ ইনিংস ও ৫২ রানে হেরেছে। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সাকিব যে খেলছেন না তা নিশ্চিত। তবে যতটুকু জানা গেছে তাতে, ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেই দেখা যেতে পারে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ককে! বিপিএলের ফাইনালে চোট পান সাকিব। তাকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্রামের সময়টা কাজে লাগাতে স্ত্রী-কন্যা নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে দেশে ফিরে গিয়েছিলেন ব্যাংককে। যুক্তরাষ্ট্র-ব্যাংকক হয়ে রবিবার ঢাকায় ফেরেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার রাজধানীর একটি হাসপাতালে আঙুলের এক্সরে করান তিনি। গতকাল অনামিকায় ব্যান্ডেজ নিয়েই মাঠে এসেছিলেন সাকিব। তিনি ফিটনেস নিয়ে কাজ করেছেন। সোমবার অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন ডিপিএল টি-টোয়েন্টির ফাইনাল। শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি সাকিব ইস্যুতেও কথা বলেছেন। নাজমুল হাসান বলেন, ‘ওকে (সাকিব) এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এমনটাই শুনেছি।’ তবে বিশ্রাম আর নিলেন কই সাকিব! এক্সরে করানোর পর দিনই চলে এলেন মাঠে। জিমের পাশাপাশি একাডেমি ভবনের মাঠে রানিংও করেছেন। যদিও বৃষ্টির কারণে রানিংটা পুরোপুরি শেষ করতে পারেননি। এভাবে কাটবে আরও ৩-৪ দিন। এর পর ব্যাটিং-বোলিং। সাকিবের বাঁ হাতের অনামিকার ব্যথা অনেকটা কমে এসেছে। এক্সরে রিপোর্টও ভালো। এ কারণেই আশার আলোর দেখা মিলছে! সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেই বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে সাকিবকে! হাতে এখনো বেশ কদিন সময় থাকায় বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কও হয়তো আশার পালে ভেলা ভাসাচ্ছেন! তিনি নিজেও তো মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। শেষ টেস্টে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তো সাকিবকে? সামনে বিশ্বকাপ। সিনিয়র পাঁচ ক্রিকেটার (মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ) থাকায় ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। সাকিব দ্রুত সেরে উঠলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি হয়তো নিতে চাইবে না বোর্ড। এ কারণেই ধারণা করা হচ্ছে, সাকিবকে হয়তো নিউজিল্যান্ড নাও পাঠানো হতে পারে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদশীয় সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে শতভাগ ফিট সাকিবকে পাওয়ার আশা বোর্ডের। টাইগারপ্রেমীদেরও কি নয়?