কুমিল্লা জেলার ইংরেজি নাম পরিবর্তনের এক বছরের মাথায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম Comilla University থেকে পরিবর্তন করে Cumilla University রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ২ এপ্রিলে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তে পরিবর্তিত কুমিল্লা জেলার ইংরেজি বানান Cumilla এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়েরও ইংরেজি নাম Comilla University থেকে Cumilla University-তে পরিবর্তন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম এখন থেকে Cumilla University হিসেবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এদিকে ইংরেজি নাম পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠছে। শিক্ষার্থীরা বলছেন, নামের সঙ্গে অনেক স্মৃতি আবেগ জড়িত। আমরা আগের নাম চাই, নামের পরির্বতন চাই না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। খুব তাড়াতাড়ি সেটার ব্যবহারও শুরু হবে। আর আগামী ডিসেম্বরে সমাবর্তন হওয়ার কথা। তখন মূল সনদপত্রও দেওয়া হবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...