মুশফিক খেলবেন কিনা জানালেন কোচ

দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পেতে মরিয়া বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তাই দ্বিতীয় টেস্টে তার না খেলা প্রায় নিশ্চিত। তবে তৃতীয় টেস্টে টাইগার একাদশে মুশফিককে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। আজ বুধবার অনুশীলনের পর স্টিভ রোডস বলেন, ‘দ্বিতীয় টেস্টে তাকে না পাওয়ার সম্ভবানাই বেশি। এক রাতে সেরে ওঠা সম্ভব নয় আসলে। তাকে সময় দিচ্ছি আমরা সেরে ওঠার জন্য। তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে এটাই ভালো খবর।’  মুশফিকের ফেরা নিয়ে টাইগার কোচ আরও বলেন ‘মুশফিক নিজেকে ফিট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে সে নেটে টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে অনুশীলন করেছে। কিন্তু যখন ক্রিকেট বলে সে অনুশীলন করছিল তখন সে ব্যথা অনুভব করছিল লিগামেন্টে।’ এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপনও বলেছিলেন তৃতীয় টেস্টে খেলতে পারেন মুশফিক। তিনি বলেন,  ‘মুশফিকের সাথে আজকেও আমার কথা হয়েছে। সে জিমে গেছে, অনুশীলন করছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে ভালো অনুভব করছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিল তৃতীয় টেস্টটা খেলবে। আমি বলেছি, তাকে রিস্ক না নেওয়ার জন্য।’ টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছিলেন মুশফিকুর রহিম। ৬২ রান এসেছিল তার ব্যাট থেকে। শেষ তিন টেস্টে মুশফিকের ব্যাট থেকে ২৬৩ রান এসেছে। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ২১৪ রানের ইনিংস।