রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ২

রাজধানীর পৃথক সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গুলশানে ও আজ বুধবার ভোর ৫টার দিকে বংশালে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাকিল আহম্মেদ তুর্য (২২) এবং একটি আসবাবপত্র নির্মাতা কোম্পানির ট্রাকের হেলপার আব্দুর রহমান (৪০)। গুলশান থানার উপপরিদর্শক (এসআই ) আল হেলাল জানান, বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে শাকিল আহমেদ তুর্য জরুরি প্রয়োজনে মামাতো ভাই ফারদিন খানকে নিয়ে বসুন্ধরা যাচ্ছিলেন। এ সময় প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুৎ খুঁটিকে সজোরে ধাক্কা দেয়।এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে পথচারীরা এসে গাড়ি থেকে দুজনকে আহতবস্থায় উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তুর্য। অন্যদিকে বংশাল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম জানান, বুধবার ভোরে ৫টার দিকে বংশালের আলুবাজার মোড়ে ট্রাকে মালামাল তুলছিলেন আব্দুর রহমান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।