সবাইকে বন্ধু বানিয়ে ফেলি : পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। সম্প্রতি প্রকাশ হয়েছে হৃদয় খানের সঙ্গে তার দ্বৈতগান ‘তুমি যে আমার’। গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিতে। এছাড়াও কিছুদিনের মধ্যে এই শিল্পী প্রকাশ করবেন বেশ কিছু নতুন গানের ভিডিও। গান ও সমসাময়িক ব্যস্ততা প্রসঙ্গে আমাদের  এর মুখোমুখি হয়েছেন তিনি।

‘হার্ট উইল গো অন’ গানটি কবে প্রকাশ হবে?

কিছুদিন আগে, আমার ও হৃদয় খানের একটি দ্বৈত গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘তুমি যে আমার’। এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবির একটি গান। তাই আপাতত ‘হার্ট উইল গো অন’ গানটি প্রকাশ করছি না। এই গানটিও আমি ও হৃদয় খান কণ্ঠ দিয়েছি। এবারই প্রথম ইংরেজি গান গাইলাম। দুটি ইংরেজি গানকে এক করে, কাভার করার চেষ্টা করেছি। কক্সবাজারের দারুণ কিছু লোকেশনে এর ভিডিও নির্মাণ করেছেন হৃদয় খান নিজেই। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

শুনলাম, ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর থিম সং গাইছেন?

হ্যাঁ, ঠিক শুনেছেন। আজ সন্ধ্যায় ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র থিম সং-এ কণ্ঠ দেব। আমার সঙ্গে আরও গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, কনা, এলিটা ও দোলা। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর-সংগীত করেছেন অদিত। আগামী ৯ মার্চ এর ভিডিও’র শুটিং হবে। আর ১২ মার্চ ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী মঞ্চে আমরা সবাই গানটি গাইবো।

স্টেজ শো’র ব্যস্ততা কেমন?

এখন স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। আজ সাভারের জিরাবোতে গাইবো। আগামীকালও স্টেজ শো আছে।

নতুন কোন ছবির গানে কণ্ঠ দিয়েছেন?

ব্যস্ততার কারণে নতুন ছবির গানের কণ্ঠ দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে নির্মাতা গোলাম সোহরাব দোদুল ভাইয়ের ছবির একটি গানে আমি ও হৃদয় খান কণ্ঠ দিয়েছি। এর সুর-সংগীত করেছেন হৃদয় নিজেই। আরও কিছু নতুন ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত না।

একক গান কবে প্রকাশ হবে?

নিয়মিত নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছি। এখন কোন গানটা কখন প্রকাশ হয়, তা বলা মুশকিল। দুই একদিনের মধ্যে গানচিলের ব্যানারে একটি গান গাইবো। সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও একটি গান গাওয়ার কথা। আশা করি, পহেলা বৈশাখে কয়েকটি নতুন গান প্রকাশ হবে।

পড়াশোনার খবর বলুন…

জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনে দ্বিতীয় বর্ষে পড়ছি। পড়াশোনা ও গান দুটোকেই একসঙ্গে চালিয়ে নিতে হচ্ছে।

ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গেও কি গান নিয়ে আড্ডা দেওয়া হয়?

ভার্সিটির বন্ধুদের সঙ্গে ঠিক ওভাবে গান নিয়ে আড্ডা দেওয়া হয় না। তবে পড়াশোনার আড্ডায় ঠিকই মেতে উঠি। আর বন্ধু মহলে সবার সঙ্গে আমার সম্পর্কটাও দারুণ।

ভার্সিটিতে আপনার বন্ধুর সংখ্যা কত?

সংখ্যার হিসেব তো করিনি। স্কুল জীবন থেকেই গানের ভুবনে আমার পথচলা। স্কুলে ক্লাসের সবাইকে আমি বন্ধু বানিয়ে নিয়েছিলাম। কলেজে ও ভার্সিটিতে একইভাবে সবাইকে বন্ধু বানিয়ে ফেলি। আমি নিজেকে কখনও সেলিব্রিটি ভাবি না, আমি সাধারণ মানুষ। যারা আমাকে সেলিব্রিটি ভেবে বন্ধু ভাবতে দ্বিধাবোধ করে, আমি নিজে গিয়ে বন্ধুত্ব করি।