দু’জনে নাকি পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে সহ্যই করতে পারে না, এমনটাই গুঞ্জন আছে বলিউড পাড়ায়। সম্প্রতি দু’জনেরই সিনেমায় ডেবিউ হয়েছে। একজন অভিনেত্রী সারা আলি খান আর অন্যজন জাহ্নবী কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বলিউডের এই দুই স্টার কিডের মধ্যে নাকি অসম্ভব প্রতিযোগিতা রয়েছে। ফ্যাশন, স্টাইল, নাচ, অভিনয়— সব কিছুতেই টক্কর দিতে চান পরস্পরকে। কেউ বলেন, অভিনয়ে এগিয়ে সারা আর নাচে জাহ্নবী কাপুর।যদিও দুইজনের কেউই কখনও পরস্পরের নামে কোনো কটূ কথা বলেননি প্রকাশ্যে। বরং বলেছেন, তারা পরস্পরের ভালোবন্ধু। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে তাদের বন্ধুত্বেরই প্রমাণ মেলে। বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা এবং বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী। এবার ‘প্রোফেশনাল রাইভাল’-এর জন্মদিনে সারা জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে দুজনের এক সঙ্গে ছবিও পোস্ট করেছেন। যেখানে দু’জনের পোশাকও প্রায় একই রকম। ছবির উপরে লেখা ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে’। এর পর সারা লেখেন- জাহ্নবীর এই দিনটা যেন খুব ভালো কাটে। সারা বছর যেন ভালো থাকেন জাহ্নবী। সারার এই পোস্ট দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। অনেকেই বলেছেন, সারার এই সৌজন্যের কোনো তুলনাই হয় না।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...