কী ‘বড় ভুল’ করলেন অমিতাভ বচ্চন?

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয়। অনুরাগীদের জন্য ব্লগ লেখা থেকে শুরু করে নিজের থ্রোব্যাক ছবি, সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা টুইটারে রোজই বাড়ছে, বলছে সমীক্ষাও। এর মধ্যেই একটি বড় ভুল করে ফেললেন এই অভিনেতা। সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেছেন অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে সুইমিং সুট পরা বিগ বি-কে দেখা গেছে। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, মাস খানেক আগে নিজের দুটি ছবি পর পর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অমিতাভ। প্রথম ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘টপ হাফ’। সেই ছবিতে তার কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল।ঠিক তার পরেই দ্বিতীয় ছবি পোস্ট করেন এই অভিনেতা। সেই ছবিতে সুইমিং ট্রাঙ্ক পরেছিলেন বিগ বি। চোখে ছিল রোদচশমা। অমিতাভ জানিয়েছেন, সে বারই প্রথমবার মরিশাস গিয়েছিলেন তিনি। পোস্টে অমিতাভ লিখেছিলেন, এত আতিথেয়তা, সেই সব মুহূর্ত, একেবারে ভোলা যায় না। সমুদ্রে নামার পর একটা মাছ কামড়েছিল তাকে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার ওই আউটফিট, খোলা পা ওই মাছের একেবারে পছন্দ হয়নি নিশ্চয়ই।’ এর পর নিজের একটি ছবির প্রচারে এসে অমিতাভ বলেন, ওই ছবি আপলোড করা তার ভুল হয়েছে। ছবিটা সম্প্রতি তাকে এক আলোকচিত্রী পাঠিয়েছিলেন, এমনটাও বলেন তিনি। অমিতাভ বলেন, ‘ছবিটা আপলোড করার পরই বুঝতে পারি ভুল হয়েছে।’