ঘুমের আগে পায়ে ব্যথা। কান্নাকাটি। অস্থির! আজই এক মা আমাকে অভিযোগ করলেন, তার ৬ বছরের ছেলে ঘুমের আগে পায়ে ব্যথায় কান্নাকাটি করে। গিঁটে নয়, একদম মাংসপেশিতে ব্যথা। টিপে দিলে আরাম পায়। ঘুমিয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। সারাদিন খেলাধুলা করে, কোনো সমস্যা নেই। ঘুমাতে গেলেই ব্যথা! তখন পায়ে একটু ম্যাসাজ, মুভ দিয়ে দিলে সে ঘুমিয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এতে ভয়ের কিছু নেই। শিশুদের এই সমস্যার নাম গ্রোইং পেইন। গ্রোইং শিশুদের এই ব্যথা হয় বলে এটির নাম দেওয়া হয়েছে গ্রোইং পেইন। শতকরা ৩৫ থেকে ৫০ ভাগ শিশুর ক্ষেত্রে এ সমস্যা হয়ে থাকে। ধারণা করা হয়, যেসব শিশু দিনের বেলা খুব বেশি দৌড়াদৌড়ি, লাফঝাঁপ করে থাকে, তাদের এ ব্যথা বেশি হয়। তবে কিছু কিছু রোগেও এমন ব্যথা হতে পারে। তাই চিকিৎসক ছাড়া গ্রোইং পেইন ডায়াগোনসিস না করাই ভালো। চিকিৎসা হিসেবে ম্যাসাজ ভালো উপায়। কিন্তু তাতেও যদি না কমে, তা হলে গরম সেঁক, ব্যথানাশক ওষুধ (প্যারাসিটামল) দেওয়া যেতে পারে। অনেকে ক্যালসিয়াম এবং ভিটামিন-ডি খাওয়ানোর উপদেশও দিয়ে থাকেন। তবে সাবধান! যদি প্রায় প্রতিদিনই ব্যথা হয়, ব্যথার সঙ্গে ফুলে যায় বা লাল হয়ে যায়, সঙ্গে যদি জ্বর আসে, পায়ে যদি শক্তি না পায় অথবা হাঁটতে কোনো রকম সমস্যা হয়; তবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। আর এই ধরনের সমস্যা না থাকলে, গ্রোইং পেইন একটা নির্দিষ্ট বয়সের পর আপনাআপনি ভালো হয়ে যায়। মনে রাখবেন, এটা মাংসপেশির সমস্যা। গিঁটে বাত বা বাতজ্বর নয়। তাই অযথা হয়রানির শিকার হবেন না। লেখক : আবাসিক চিকিৎসক শিশু ও নবজাতক বিভাগ বারডেম জেনারেল হাসপাতাল-২ (মহিলা ও শিশু হাসপাতাল), সেগুনবাগিচা, ঢাকা। ০১৬৩৬৬৯২২৯৮, ৯৫১১০১০-২১
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...