ঘিওরে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা বাজার এলাকায় ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ইউপি সদস্য আব্দুল হান্নান ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার সময় ব্রিজের নিচে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে জানায়। তিনি পরে ঘিওর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা নবজাতকের বয়স ৬-৭ মাস হবে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তবে কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।