পরিবহন নেতা গোলাম রসুল বাবুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন সংগঠনের সভাপতি মনজুরুল আলম। সংগঠনের অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুলের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মালিক গ্রুপ। নগরীর কাজীরদেউড়ির আসলাম সিনেমা হলের সামনে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুলের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। গত ৫ মার্চ এ ঘটনা ঘটে। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন বাবুল। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সম্মেলনে মনজুরুল আলম বলেন, তিন দিন অতিবাহিত হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ, কার্যকরী সভাপতি জহুর আহম্মদ, সহসভাপতি মাহবুবুল হক মিয়া, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহম্মদ, মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাছান, নুরুল ইসলাম, জাফর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...