চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বোন মারিয়াও এখন ব্যস্ত চলচ্চিত্রের কাজে। তবে অভিনেত্রী হিসেবে নয়, মারিয়া মৃত্তিক ২০১২ সাল থেকে কস্টিউম ডিজাইনার হিসেবে গান ও বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে কাজ করছেন। ফারিয়ার বেশকিছু চলচ্চিত্রের গানের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া চ্যানেল আইয়ে প্রচারিত রিয়েলিটি শো ‘গানের রাজা’ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের কস্টিউম ডিজাইনও করেছেন তিনি। এবার ‘শাহেনশাহ’ ছবিতে ফারিয়ার মেকওভার করেছেন মারিয়া। তিনি বলেন, ‘ভারত, দুবাই ও লন্ডন থেকে সার্টিফাইড হওয়ার পর গত বছর ঢাকায় একটি ওয়ার্কশপ করিয়েছিলাম। দুই দিনের এই ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে ছিলাম। বেশ সাড়া পেয়েছি। আগামী মাসে চট্টগ্রামে একটি ওয়ার্কশপ করাব। নতুন যারা কাজ শিখতে চান, এই ওয়ার্কশপ মূলত তাদের জন্য।’ কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি ‘গ্লো বাই মারিয়া মৃত্তিক’ নামে ব্রাইডাল মেকআপ স্টুডিও আছে মারিয়ার। বনানীতে আছে ‘জে কে ফরেন ব্র্যান্ড’ নামে একটি ফ্যাশন হাউস। যারা এসব বিষয়ে শিখতে চান, তাদের ট্রেইন করানোর ইচ্ছে আছে বলে জানান মারিয়া।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...