দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইতিবাচক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ নির্বাচন আগামী জাতীয় রাজনীতিতে সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান। নুরুল হুদা বলেন, ‘ষাটের দশকের যত আন্দোলন, দেশ পরিবর্তনের জন্য যত সংগ্রামের সাক্ষী আমরা। এতদিন গ্যাপের পর এই নির্বাচন হচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত ইতিবাচক মনে হচ্ছে।’ এ সময় ইতিবাচক ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতির একটি প্রেক্ষাপট তৈরি হবে বলেও মন্তব্য করেন সিইসি। আজ সকালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা। রাত ৮টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...