বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২২ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘গতকাল থেকে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ স্যারের ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। গতকালের পর থেকে এই পেজে প্রকাশিত যেকোনো স্টেটাস জনাব নসরুল হামিদের বক্তব্য নয়। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম বলেন, ‘নসরুল হামিদের ফেসবুক হ্যাকড হয়েছে। কোনো স্ট্যাটাস বা তার ইমেইল থেকে কোনো মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।’তিনি আরও বলেন, ‘শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন একের পর এক স্ট্যাটাস দেওয়া হচ্ছে আইডি থেকে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে।’