বিকেলে গ্রেপ্তার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

খুলনা নগরীতে বিকেলে গ্রেপ্তারের পর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে দৌলতপুর কৃষি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মিরাজ উপজেলার ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, শুক্রবার বিকেলে মিরাজকে গ্রেপ্তার করা হয়। এর পর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি ও ডাকাতি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনের মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মনিরুজ্জামান মিঠু জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।