আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়া পাকিস্তানি স্পাই ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে দেশটির নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার রাজস্থান সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া ওই ড্রোনকে গুলি করলে দ্রুত পালিয়ে যায়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের আকাশে প্রবেশের চেষ্টা করল পাকিস্তানি ড্রোন। ভারতের শ্রীগঙ্গানগরের কাছে হিন্দুমালাকোট সীমান্তে আজ ভোর ৫টার দিকে এই ড্রোনটি দেখা যায় বলে জানান এক বিএসএফ কর্মকর্তা। চোখে পড়া মাত্রই তারা এই ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেটি দ্রুত ফের পাকিস্তানে ফিরে যায়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা এয়ারস্ট্রাইক করেন। ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে গুজরাট সীমান্তে৷ নজরে আসার সঙ্গে সঙ্গেই সেটি লক্ষ্য করে গুলি করে নামানো হয়। এরপর গত ৪ মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে ভারতের আকাশে চলে এসেছিল পাকিস্তানি ড্রোন। সঙ্গে সঙ্গে সেই ড্রোন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়। এই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানের দিকে। গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...