লন্ডনে গোপনে হীরার ব্যবসা শুরু করেছেন মোদি

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা হাতানোর অভিযোগ নীরব মোদির বিরুদ্ধে। তবে গোয়েন্দাদের টনক নড়ার আগেই গত বছর দেশ ছেড়ে পালান তিনি। তার পর একবছরেরও বেশি পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত তাকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে গতকাল শুক্রবার লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা গেল তাকে। শুক্রবার এক সাংবাদিকের সঙ্গে নীরবের দেখা হওয়ার বিষয়টি একটি ভিডিওতে ধরা পড়েছে। সেখানে বার বার সাংবাদিক নানা রকম প্রশ্ন করতে থাকেন নীরবকে। কিন্তু কোনো প্রশ্নেরই জবাব দেননি তিনি। শুধু বলেছেন ‘নো কমেন্ট’। সাংবাদিক নীরবের কাছে জানতে চান, তিনি কি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদেন করেছেন। সংক্ষিপ্ত উত্তরে তিনি বলেন, ‘মন্তব্য করব না।’

ভারতীয় সংবাদমাধ্যমসহ হিন্দুস্তান টাইমসের দাবি, নতুন করে হীরের ব্যবসা শুরু করেছেন নীরব মোদি। এদিকে ভারত ছেড়ে চেহারাও কিছুটা বদলে গেছে তার। আগে তার যত ছবি বা ভিডিও সংবাদমাধ্যমের এসেছে তার প্রায় প্রতিটিতেই দাড়ি গোঁফ পরিষ্কার করে কাটা থাকত। এখন সেখানে গোঁফ রেখেছেন তিনি। গত বছরের শুরুর দিকে দেশ ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন তার মামা মেহুল চোকসিও। পিএনবি ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়, ১৩ হাজার কোটি টাকা বাকি রেখেছেন নীরব। ঘটনায় সিবিআই তদন্ত চলছে। নীরব মোদি মহারাষ্ট্রের আলিবাগে একশ কোটি খরচে ৩৩ হাজার স্কয়ার ফুটের একটি বাংলো নির্মাণ করেন। শুক্রবার তার সেই অবৈধভাবে নির্মাণকৃত বিলাসবহুল বাংলোটি ১০০টি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলে প্রশাসন।