বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার ছয় যাত্রী নিখোঁজের পর মাহীর (৬) নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। আজ শনিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে জামশেদা (২০) নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এদিকে বাকি চারজনের খোঁজে শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে মাহীর নামে শিশুটির লাশ পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে সুরভী-৭ নামে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়েছেন। এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালাল মিয়া (৩৫) নামে ওই পরিবারের আরেক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।নিখোঁজ আরও চারজন হলেন-আহত শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২) ও মেয়ে মিম (৮)। এ ছাড়া শাহজালালের ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের তিন মাসের মেয়ে স্নেহা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...