বানিয়াচংয়ে দুইগ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২, ভোট স্থগিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাহাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র দখল নিয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন (২২) এবং আনসার সদস্য আব্দুল মালেক (৩৮)। তারা দুজনে কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তবে গুরুতর আহত অবস্থায় জামাল উদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে। আর আব্দুল মালেককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লাহ জানান, আওয়ামী লীগ প্রার্থী আবুল কাশেম চৌধুরী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন খানের সমর্থকদের মধ্যে কেন্দ্রের দখল নেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ সদস্য ও আনসার সদস্য তাদের বাধা দিতে গেলে তারাও আহত হন।