বিধ্বস্ত বিমানের ‌১৫৭ আরোহীর কেউ বেঁচে নেই

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, ‘বিমানে থাকা কেউ আর বেঁচে নেই বলে আমাদের মনে হচ্ছে।’ ফ্লাইটটিতে মোট ৩৩ দেশের নাগরিকরা ছিলেন বলেও জানায় তারা। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি উড্ডয়নের ৬ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এতে মোট ১৪৯ যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ফ্লাইট ইটি৩০২ কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। আদ্দিস আবাবা থেকে রওনা দেওয়ার পর ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটুশহরের কাছে বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স বিধ্বস্ত হয়। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের স্বজন ও আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।