আহমেদ শাহেদ : বাবা-মায়ের হাত ধরেই দেশে আসার কথা ছিল ফুটফুটে শিশু জায়ানের। কিন্তু না, বাবাকে হাসপাতালে রেখে সবার আগে জায়ানই দেশে আসবে। সদা হাস্যোজ্জ্বল জায়ান আর বায়না ধরবে না নানা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে। দুদিন আগেও হাসিমুখে রেস্তোরাঁয় যাওয়া জায়ান চৌধুরীর নিথর দেহ শ্রীলঙ্কা থেকে দেশে আসছে আজ। আর বাবা ডাক শোনা হবে না আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়েজামাই মশিউল হক চৌধুরীর। কিন্তু শ্রীলঙ্কা ট্র্যাজেডিতে মশিউলেরও মুমূর্ষু অবস্থা। ঘটনাস্থলেই শেষবারের মতো রক্তাক্ত প্রাণহীন ছেলে জায়ানকে দেখেছেন বাবা। ফজলুল করিম সেলিম এমপির দৌহিত্র জায়ান চৌধুরী পড়ত রাজধানীর উত্তরার ইংরেজি মিডিয়াম স্কুল সানবিমে। রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা ও অভিজাত হোটেল এবং কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসীরা ৮টি জায়গায় আত্মঘাতী সিরিজ বোমা হামলা চালায়। আর এতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশু জায়ান। মঙ্গলবার মশিউল হক চৌধুরীর সর্বশেষ অবস্থা জানান শেখ ফজলুল করিম সেলিম নিজেই। তিনি বলেন, মশিউল শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তিনি এখনও শঙ্কামুক্ত নন। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে দুই সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা যাবে না। মঙ্গলবার দুপুরে বনানীকে জানাজার মাঠ দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শেখ সেলিম জানান, তার জামাতার শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভার ও কিডনি থেকে বোমার স্প্লিন্টার অপসারণ করা হয়েছে। স্টমাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আইসিইউতে আছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়। তার পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। শেখ সেলিমের ছোটভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। অন্যদিকে নিহত জায়ানের পরিবারকে সান্ত¡না জানাতে আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত, ক্ষতিগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত। শেখ সেলিম আমার অত্যন্ত কাছের মানুষ। তার নাতির এ ঘটনা একটি পরিবারের ওপর নির্মম আঘাত। জায়ানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...